ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চামড়া শিল্প স্থানান্তরে মালিকদের বাধ্য করা হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
চামড়া শিল্প স্থানান্তরে মালিকদের বাধ্য করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): নির্ধারিত সময়ের মধ্যে রাজধানীর চামড়া শিল্প সাভারে স্থানান্তর করা না হলে শিল্প মালিকদের আইনি প্রক্রিয়ার  মাধ্যমে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর কেন্দ্রিয় বর্জ্য শোধনাগারের উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।



এসময় দৃশ্যমান উন্নয়ন কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

আমু বলেন, প্রকল্পে বরাদ্দ নেওয়া জমির সীমানায় কেবল দেয়াল করলেই হবে না। স্থানান্তরের দৃশ্যমান কাজ হতে হবে। তাছাড়া যেকোনো সময় বরাদ্দ বাতিল করে দেওয়ার পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, বাংলাদেশ ফিনিস লেদার অ্যান্ড ফুড ওয়্যারের চেয়ারম্যান প্রকৌশলী আবু তাহের, স্থানীয় ইউপি সদস্য শাহআলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
এটি/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।