ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো এখন সময়ের ব্যাপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো এখন সময়ের ব্যাপার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে, উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাজধানীর মিরপুর সেনানিবাসে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর বিজয় অডিটোরিয়ামে ‘Asian future outlook: Bangladesh leadership in diplomacy’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।



প্রধান অতিথির বক্তব্যে গওহর রিজভী বলেন, বাংলাদেশের অবস্থান এখন অনেক শক্ত। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এখন অনেক দূর এগিয়ে গেছে। বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আর তলাবিহীন ঝুড়ি নয়। বরং ২০২১ সালের মধ্যে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছানো এখন সময়ের ব্যাপার মাত্র।

সিকিউরিটি অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ ফ্যাকাল্টি-এর ডিন কমোডর জোবায়ের আহমেদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মো. মইনুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল শেখ মামুন খালেদ।

সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট-এর ভাইস প্রেসিডেন্ট মো. হুমায়ূন কবির।

সেমিনার সঞ্চালনা করেন প্রভাষক আবদুল্লাহ শাহনেওয়াজ।

এছাড়াও সেমিনারে বিইউপি’র রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মির্জা বাকের সারওয়ার আহমদ, ট্রেজারার, ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, কলেজ পরিদর্শক, শিক্ষকসহ বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৫
এটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।