ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা সিটিতে এপেক্স’র আউটলেট উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, মে ১, ২০১৫
বসুন্ধরা সিটিতে এপেক্স’র আউটলেট উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষস্থানীয় ফুটওয়্যার কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড বৃহস্পতিবার (৩০ এপ্রিল, ২০১৫) বসুন্ধরা সিটি শপিং মল-এ আউটলেট উদ্বোধন করেছে।

ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং শপিং এক্সপিরিয়েন্স–কে আরো আকর্ষণীয় করার কথা মাথায় রেখে আউটলেটটি নতুন ভাবে সাজানো হয়েছে।

এই আউটলেটটিতে থাকছে এপেক্স-এর নিজস্ব এবং আন্তর্জাতিক ব্র্যান্ড-এর আকর্ষণীয় জুতা, স্যান্ডেল এবং এক্সেসরিজ-এর সমারোহ যা ক্রেতাদের সব ধরনের ফুটওয়্যার চাহিদা পূরণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহি এবং এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টার - সৈয়দ নাসিম মঞ্জুর, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ গিয়াস হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবদুল মোমেন ভুঁইয়া এবং চিফ অপারেটিং অফিসার রাজন পিল্লাই।

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, মে ০১, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।