ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এফবিসিসিআই নির্বাচন: মাতলুব আহমাদের প্যানেলে যারা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, মে ২, ২০১৫
এফবিসিসিআই নির্বাচন: মাতলুব আহমাদের প্যানেলে যারা

ঢাকা: ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র ২০১৫-১৭ সালের কার্যকরী পরিষদ নির্বাচনে মাতলুব আহমাদের নেতৃত্বে উন্নয়ন পরিষদের প্যানেল ঘোষণা করা হয়েছে।

গত বৃহস্পতিবার(৩০ এপ্রিল’২০১৫) হোটেল পূর্বাণীতে নিটল-টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এ প্যানেল ঘোষণা করেন।



মাতলুব আহমদের উন্নয়ন পরিষদের প্যানেলে মনোনীত চেম্বার গ্রুপের প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ চেম্বার থেকে বজলুর রহমান, নরসিংদী চেম্বার থেকে প্রবীর কুমার সাহা, বাংলাদেশ চেম্বার হাসিনা নেওয়াজ, ফেনী চেম্বার থেকে শাহেদ রেজা শিমুল, মেহেরপুর চেম্বার থেকে নাগিবুল ইসলাম দিপু, গোপালগঞ্জ চেম্বারের শেখ ফজলে ফাহিম, কক্সবাজার চেম্বারের হেলাল উদ্দিন চৌধুরী, ময়মনসিংহ চেম্বারের আমিনুল হক শামীম, গাইবান্ধা চেম্বারের আবুল খায়ের মুরসালিন পারভেজ, ফরিদপুর চেম্বারের মাহবুবুর রহমান খান, কিশোরগঞ্জ চেম্বারের গাজী গোলাম দস্তগীর, সুনামগঞ্জ চেম্বারের নূরুল হুদা মুকুট, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের নিজাম উদ্দিন, চুয়াডাঙ্গা চেম্বারের দীলিপ কুমার আগরওয়াল, গাজীপুর চেম্বারের আনোয়ার সাদত সরকার ও জামালপুর চেম্বারের রেজাউল করিম রেজনু।

এছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ উন্নয়ন পরিষদের প্রার্থীরা হলেন- ভুট্টা সমিতি থেকে হেলাল উদ্দিন, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফাকচারার্স সমিতির আবু মোতালেব, বাংলাদেশ পেপার ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সফিকুল ইসলাম ভরসা, আউট সোর্সিং অ্যান্ড লজিস্টিক সার্ভিস সমিতি থেকে আবু নাসের, সেকেন্ডারি কোয়ালিটি টিনপ্লেট আমদানিকারক সমিতির নিজাম উদ্দিন রাজেস, মুদ্রণশিল্প সমিতির রব্বানি জব্বার, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি নাসিবের এসএম সোয়েব চৌধুরী, কোল্ড স্টোরেজ সমিতির মোস্তাকিন আশরাফ, বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেব্রিক্স মিল অ্যাসোসিয়েশনের হারুন অর রশিদ, বারভিডার হাবিবুল্লাহ ডন, বাংলাদেশ ফুড অ্যান্ড ভেজিটেবল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এসএম জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ ইলেক্ট্রিকাল মার্চেন্ডাইস প্রস্তুতকারক সমিতির এনায়েত হোসেন চৌধুরী, বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কেএম আকতারুজ্জামান, বাংলাদেশ পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিপণন সমিতির আমীন হেলালী, বেসিসের শামীম আহসান, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির আব্দুর রাজ্জাক।

এদিকে এফবিসিসিআইর বর্তমান প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে স্বাধীনতা ব্যবসায়ী পরিষদের নামে শিগগিরই আরো একটি প্যানেল ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এফবিসিসিআইয়ের ইতিহাসে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে মনোয়ারা হাকিম আলী প্রথম নারী সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবার চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপে ১৬টি করে মোট ৩২টি পদে সরাসরি নির্বাচন হবে। এ ৩২ পদের বিপরীতে চেম্বার গ্রুপ থেকে ৪৪ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৪২ জনসহ মোট ৮৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মে ০২, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।