ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভূমিহীনরা পাচ্ছেন ২০ হাজার একর খাস জমি

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, মে ২, ২০১৫
ভূমিহীনরা পাচ্ছেন ২০ হাজার একর খাস জমি

ঢাকা: চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রকল্পের আওতায় ১৪ হাজার ভূমিহীন পরিবারকে ২০ হাজার একর খাস জমি বিতরণ করবে সরকার।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, প্রাথমিকভাবে নোয়াখালী জেলার হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর এবং চট্টগ্রাম জেলার সন্দীপ উপজেলার চরাঞ্চলের ভূমিহীনদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।



প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পর্যায়ক্রমে ১৪ হাজার ভূমিহীন পরিবারকে প্রকল্পের আওতায় আনা হবে।

২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (আরএডিপি) এ প্রকল্পের আওতায় দুই কোটি ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে ১০ হাজার সাতশ’ ৫২ একর এলাকায় প্লট-টু-প্লট জরিপ কাজ শেষ হয়েছে ও ছয় হাজার চারশ’ ৫০টি পরিবারের মধ্যে খতিয়ান বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পুণ্যব্রত চৌধুরী বাংলানিউজকে বলেন, এ প্রকল্পের আওতায় ১৪ হাজার ভূমিহীন পরিবারকে ২০ হাজার একর খাস জমি বিতরণের কাজ শুরু হয়ে গেছে। প্রকল্পটি শুধু চরাঞ্চল নয়, সারা দেশে বাস্তবায়িত হবে। ভূমিহীনদের তালিকা তৈরি করছেন জেলা প্রশাসক। তবে এখনও সব জেলার তালিকা আমাদের হাতে এসে পৌঁছায়নি। সব জেলা থেকে ভূমিহীনদের তালিকা পাওয়ার পরপরই পরবর্তী  পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রকল্পটি ৬১টি জেলায় বাস্তবায়িত হবে। খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি জেলাকে এই প্রকল্পের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ‍ কারণ পাহাড়ি এলাকায় খাস জমি সনাক্ত করা কঠিন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ০২, ২০১৫
এমআইএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।