ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘মোবাইল কানেক্ট’ সেবা চালু করলো রবি

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, মে ২, ২০১৫
‘মোবাইল কানেক্ট’ সেবা চালু করলো রবি

ঢাকা: অনলাইনে গ্রাহক শনাক্ত করতে রবি ই-কেয়ার ওয়েবসাইটের মাধ্যমে ‘মোবাইল কানেক্ট’ নামে একটি সেবা চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। এর মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলোতে লগইন করতে পারবেন গ্রাহকরা।



শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে রবিই প্রথম মোবাইল কানেক্ট সেবা চালু করল। এতে শিগগিরই একটি একক শনাক্তকরণ প্রক্রিয়ার মাধ্যমে শীর্ষস্থানীয় ই-কমার্স ওয়েবসাইটগুলোতে লগইন করতে পারবেন রবি গ্রাহকরা।  

পাসওয়ার্ড দিয়ে লগইনের ঝামেলা এড়িয়ে গ্রাহক তার মোবাইল নম্বরের মাধ্যমে ই-কেয়ার, যে কোনো ই-কমার্স, ব্যাংকিং, স্বাস্থ্য বা ডিজিটাল বিনোদনের পোর্টালগুলো থেকে মোবাইল কানেক্টের সহায়তায় সেবা নিতে পারবেন। মোবাইল কানেক্টের মাধ্যমে বাণিজ্যিক ওয়েবসাইট ও অ্যাপস ব্যবহারের পাশাপাশি বিভিন্ন ই-গভর্নমেন্ট পোর্টালের সেবা গ্রহণের সুযোগও পাবেন গ্রাহকরা।

www.ecare.robi.com.bd ওয়েবসাইটে লগইন করে রবি ই-কেয়ার সেবা নেওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, মে ০২, ২০১৫
এসএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।