ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, মে ২, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকের পর্ষদীয় নির্বাহী কমিটির সভা ছবি : সংগৃহীত

ঢাকা: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদীয় নির্বাহী কমিটির ৪৮৫তম সভা শনিবার(২ মে, ২০১৫) ব্যাংকের প্রধান কার্যালয় বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।

কমিটির ভাইস চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা এতে সভাপতিত্ব করেন।

সভায় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত বিশ্লেষন করা হয়।

কমিটির সদস্য আলহাজ্জ নাজমুল আহসান খালেদ, আলহাজ্জ হাফেজ মোঃ এনায়েত উল্লাহ, আলহাজ্জ ইঞ্জিঃ খন্দকার মেসবাহ্ উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) ও বোর্ড সচিব মোঃ মোফাজ্জেল হোসেন সভায় অংশগ্রহণ করেন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোঃ ফজলুল করিম,  মুহাম্মদ মাহমুদুল হক এবং সংশ্লিষ্ট নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, মে ০২, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।