ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কসবায় বসুন্ধরার নকল এলপি গ্যাস জব্ধ

ডিস্ট্রিক্ট করেসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মে ৪, ২০১৫
কসবায় বসুন্ধরার নকল এলপি গ্যাস জব্ধ ছবি: (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বসুন্ধরাসহ বিভিন্ন কোম্পানির এলপি গ্যাসের ১৫০ নকল সিলিন্ডার জব্ধ করা হয়েছে।

বসুন্ধরা গ্যাসের স্থানীয় পরিবেশকদের দেওয়া খবরের ভিত্তিতে সোমবার (৪ মে) রাতে কসবার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারে অভিযান চালিয়ে সিলিন্ডারগুলো জব্ধ করে পুলিশ।

তবে, রাত ১০টা নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

বসুন্ধরা এলপি গ্যাস ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের আঞ্চলিক কর্মকর্তা এস এম মামুনুর রশিদ ও ব্রাহ্মণবাড়িয়ার পরিবেশক সুব্রত সাহা বাংলানিউজকে জানান, গোপন সূত্রে তারা জানতে পারেন- চারগাছ বাজারের আল-আমিন টেলিকম নামে একটি দোকানে নকল গ্যাসের ১৪৪টি ও গোডাউনে ছয়টি সিলিন্ডার রয়েছে, এরমধ্যে বসুন্ধরার রয়েছে প্রায় ৬০টি সিলিন্ডার। তৎক্ষণাৎ তারা বিষয়টি পুলিশকে জানালে কসবা থানা সেখানে অভিযান চালায়।
 
মূলগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মইনুল ইসলাম জানান, বসুন্ধরা এলপি গ্যাসের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতেই পুলিশ সেখানে অভিযান চালায়। নকল সিলিন্ডারগুলো তার হেফাজতেই রাখা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোর্শেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে সিলিন্ডারগুলো জব্ধ করা হয়। নকলকারীরা এসব সিলিন্ডারে গ্যাসের সঙ্গে পানি ভরে বিভিন্ন দোকানে বিক্রি করছিলো। ওজনেও ছিলো কম।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মে ৪, ২০১৫/ আপডেট ২৩২১ ঘণ্টা
এইচএ/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।