ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নোয়াখালীতে অলনাইনে করদাতা উদ্বুদ্ধকরণে সেমিনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৯ ঘণ্টা, মে ৫, ২০১৫
নোয়াখালীতে অলনাইনে করদাতা উদ্বুদ্ধকরণে সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়নের লক্ষ্যে করদাতাদের উদ্বুদ্ধ করতে নোয়াখালীতে অনলাইনে ‘করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মে) বিকেলে নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর পাবলিক হল মিলনায়তনে শুল্ক, আবগারী ও মূসক নোয়াখালী শাখার উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।



কুমিল্লা অঞ্চলের শুল্ক, আবগারী ও মূসক কমিশনারেট বিভাগের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

শুল্ক, আবগারী ও মূসক বিভাগ নোয়াখালীর সহকারী কমিশনার মিয়া মো. নাজমুল হকের পরিচালনায় সেমিনারে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ’২০১২ বাস্তবায়ন ও অনলাইনে কর প্রদান বিষয়ে করদাতাদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন ধারণা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৩৫৯ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।