ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পোশাকশিল্পে সুযোগ বাড়ছে বাংলাদেশের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ৫, ২০১৫
পোশাকশিল্পে সুযোগ বাড়ছে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পোশাকশিল্পে চীন প্রথম হলেও সম্প্রতি দেশটি অন্যান্য সেক্টরে বেশি নজর দিচ্ছে। যার ফলে এই সেক্টরে বাংলাদেশের সুযোগ বাড়ছে।



দেশের পোশাকশিল্প ব্যবসায়ীদের এ সুযোগ কাজে লাগাতে হবে বলেও মন্ত্রী জানান।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সফটওয়্যার ফার্ম স্যাপ (এসএপি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। আর এ অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে তথ্য-প্রযুক্তিতে মনোনিবেশ করতে হবে।

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জসহ এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আব্দুস সাল‍াম মুর্শেদী।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, মে ০৫, ২০১৫
ইউএম/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।