ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বরিশালে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ৫, ২০১৫
বরিশালে কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: আউশ প্রণোদনা কর্মসূচি ২০১৫ এর আওতায় বরিশালে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বরিশাল উপজেলা পরিষদ চত্বরে এর উদ্বোধন করেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ এমপি।



উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুর রউফ মিয়া।

সেখানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা সাবিনা ইয়াসমিনসহ বরিশালের বিভিন্ন ইউনিয়নরে চেয়ারম্যানরা।

বরিশালের রায়পাশা-কড়াপুর, কাশিপুর, চরবাড়িয়া, সায়েস্তাবাদ, জাগুয়া, চরমোনাই, চরকাউয়া, চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহনসহ ১০টি ইউনিয়নে ৩শত জন উফশী আউশ চাষি ও ৫০ জন নেরিকা আউশ চাষির মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় প্রত্যেক উফশী আউশ কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

অপরদিকে, প্রত্যেক নেরিকা আউশ কৃষককে ১০ কেজি বীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

তবে, সার-বীজ বিতরণকালে প্রতি ৫ জন কৃষকের একটি গ্রুপ করে ৫০ কেজির দুই বস্তা ইউরিয়া, ১ বস্তা ডিএপি এবং ১ বস্তা এমওপি সার দেওয়া হয়।

বিনামূল্যে বীজ ও সার বিতরণের পূর্বে উপজেলা পরিষদের সভাকক্ষে এক সভায় প্রধান অতিথি জেবুন্নেছা আফরোজ এমপি তার বক্তব্যে বর্তমান সরকারের কৃষির উন্নয়ন ও কৃষিজাত পণ্যের ওপর বিভিন্ন পদক্ষেপ এর কথা তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ০৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।