ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ ব্র্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, মে ৫, ২০১৫
আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ ব্র্যান্ড বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম

ঢাকা: পোশাকের আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ ইতোমধ্যেই একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে বলে মতপ্রকাশ করেছেন বিজিএমইএ’র সভাপতি মো. আতিকুল ইসলাম।

মঙ্গলবার (০৫ মে) দুপুরে রাজধানীর রেডিসন হোটেলে তথ্য দিবস উপলক্ষে ডেটস্কো আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



আতিকুল ইসলাম বলেন, আমি যখন বাইরের বিভন্ন দেশে যাই তখন পোশাক শিল্পে রফতানিতে বাংলাদেশ যে বিশ্বে দ্বিতীয় তা কাউকে মনে করিয়ে দিতে হয় না। বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের প্রায় ৭শ’ পোশাক কারখানা পরিদর্শন করেছে একর্ড, অ্যালায়েন্স (পশ্চিমা পোশাক ব্র্যান্ডগুলোর জোট একর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ এবং উত্তর আমেরিকার পোশাক আমদানিকারকদের জোট অ্যালায়েন্স)।

তিনি বলেন, এসব কারখানা ইতোমধ্যে ন্যাশনাল অ্যাকশন প্ল্যানের আওতায় কাজ করছে। সুতরাং বিশ্বে ইতোমধ্যে বাংলাদেশ একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে এতে কোনো সন্দেহ নেই।

‘একমাত্র রানা প্লাজা দিয়ে বাংলাদেশের পোশাক শিল্পের চিত্র তুলে ধরা যাবে না’ বলেও মন্তব্য করেন আতিকুল ইসলাম।

তিনি বলেন, পোশাক শিল্পের পরবর্তী প্রজন্মকে যাতে কোনো প্রশ্নের মুখে পড়তে না হয় সে জন্য উদ্যোক্তারা কাজ করছেন। সেই তিন দশক আগে এ পোশাক শিল্পের যাত্রা শুরু। তখন ছোট-ছোট ভবনে কাজ শুরু হয়েছিল। কিন্তু এখন বাংলাদেশে এমন সব কারখানা আছে যা বিশ্ব বাজারে প্লাটিনাম গ্রেডের অন্তর্ভুক্ত।

পোশাকখাত বাংলাদেশের ভবিষ্যত উল্লেখ করে তিনি বলেন, এ খাত নিয়ে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে কোনো প্রশ্নের মুখে না পড়ে সে জন্য এ শিল্পের উদ্যোক্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সহ-সভাপতি ফারুক হোসেন।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ০৫, ২০১৫
ইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।