ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যানের যোগদান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, মে ৫, ২০১৫
সোনালী ব্যাংকে নতুন চেয়ারম্যানের যোগদান ফজলে কবির

ঢাকা: সোনালী ব্যাংকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অর্থ বিভাগের সাবেক সিনিয়র সচিব ফজলে কবির মঙ্গলবার(৫ মে’২০১৫)যোগদান করেন।

ফজলে কবির ১৯৮০ সালের অক্টোবরে বাংলাদেশ সিভিল সার্ভিসের রেলওয়ে(পরিবহন এবং বাণিজ্যিক)ক্যাডারে যোগদানের মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু করেন।

 

পরবর্তীতে ১৯৮৩ সালে ফজলে কবির বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। ৩৪ বছরের পেশাজীবনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়সহ মাঠপর্যায়েও প্রশাসকের দায়িত্ব সুচারুভাবে দক্ষতার সাথে পালন করেন।

তিনি কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অর্থমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। জাতীয় পরিকল্পনা এবং উন্নয়ন একাডেমি এবং বিসিএস প্রশাসন একাডেমিতে তিনি মহাপরিচালক হিসাবে কাজ করেন। ২০১২ সালের অর্থ-সচিব হিসাবে যোগ দেন।

ফজলে কবির তাঁর দীর্ঘ পেশাজীবনে দেশে ও বিদেশে বিভিন্ন সম্মেলনে যোগদানের পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন নীতিনির্ধারন বৈঠকে সরাসরি অংশগ্রহণ করেন। তিনি ২০০৮ সালে জাতিসংঘের ফিন্যান্স এবং বাজেট কমিটি সেশনে বাংলাদেশ ডেলিগেশনের নেতৃত্ব দেন।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসই/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।