ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

তিনটি কিনলে একটি ফ্রি

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
তিনটি কিনলে একটি ফ্রি

ঢাকা: ঈদের আনন্দ আরো একধাপ বাড়িয়ে দিতে নন্দনপার্ক দিচ্ছে ফ্রি প্যাকেজের অফার। এতে অন্তত ১০টি রাইড ব্যবহার করতে পারবেন দর্শনার্থীরা।



আর মাত্র ক’দিন বাদেই ঈদুল ফিতর। ঈদের আনন্দ বাড়িয়ে দিতে বিনোদন কেন্দ্রগুলোতে চলছে বিশেষ ছাড়ের অফার। এরই অংশ হিসেবে রাজধানীর অদূরে নন্দন পার্ক দিচ্ছে তিনটি কিনলে একটি ফ্রি প্যাকেজ।

গত বৃহস্পতিবার (০৯ জুলাই) নন্দন পার্ক এলাকায় সরেজমিন ঘুরে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

এবার ঈদে নন্দন পার্কের ৫২০টাকার তিনটি প্যাকেজ কিনলেই একটি প্যাকেজ সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে। বিনোদনপ্রিয় মানুষ ৫২০ টাকায় ওয়াটার ওয়ার্ল্ডসহ ১০টি আকর্ষণীয় রাইড ঘুরতে পারবেন শুধু ঈদ প্যাকেজে।

ঈদের পর দিন থেকে ২৪ জুলাই পর্যন্ত চলবে ঈদ প্যাকেজ। ঈদে দৃষ্টি কাড়বে নন্দনপার্কের ওয়াটার ওয়ার্ল্ড। দর্শনার্থীদের দৃষ্টি কাড়তে ওয়াটার ওয়ার্ল্ড এ থাকছে কনসার্ট, ডিজেপার্টি এবং ফায়ার ড্যান্স। কনসার্ট মাতাবেন মিতু, তানিয়াসহ স্থানীয় শিল্পীরা।

এছাড়া ৫ডি সিনেমা হলে থাকছে বিশেষ প্রদর্শনী। শিশুদের দৃষ্টি কাড়বে দর্শনীয় ৫ডি সিনেমা হল।

ঈদ প্যাকেজের বাইরে গ্রামীণ ফোন ব্যবহারকারীদের জন্য থাকছে বিশেষ ছাড়। জিপি স্টার প্রতিটি প্যাকেজে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন। একজন জিপি স্টার গ্রাহক আরো ৫ জন বন্ধুকে একই সুবিধা পাইয়ে দিতে সহযোগিতা করতে পারবেন।

নন্দনপর্কের সহকারী ‍মার্কেটিং ম্যানেজার মেজবাহ ‍উদ্দিন প্রিন্স বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হয়েছে দর্শকদের। সাত দিনব্যাপী ঈদ আয়োজনে দর্শনার্থীদের জন্য থাকছে আরো বিশেষ চমক। ৫২০টাকার তিন প্যাকেজ কিনলে যেমন থাকছে একটি ফ্রি, তেমনি আরো কিছু অফার দেওয়া চিন্তাভাবনা রয়েছে।

তিনি বলেন, ঈদ আয়োজনের শেষ দিন বিশেষ কনসার্টের চিন্তাভ‍াবনা রয়েছে, তবে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।

এদিকে ঈদ উপলক্ষে নন্দনপার্কের সৌন্দর্য্য বৃদ্ধিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। ওয়াটার ওয়ার্ল্ডসহ প্রতিটি ইভেন্টের অবকাঠামো পরিষ্কার ও রং করা হয়েছে।   একই সঙ্গে দর্শনার্থীদের নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবক।

প্রতিদিনের মতো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে এই ঈদে ঘুরে  আসতে পারেন নন্দনপার্ক।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৫
এসএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।