ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কৃষি ব্যাংকের জিএম পদে হেফজুর রহমান

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
কৃষি ব্যাংকের জিএম পদে হেফজুর রহমান

ঢাকা: মো. হেফজুর রহমান সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে মহাব্যবস্থাপক (জিএম) পদে যোগদান করেছেন। এর আগে একই ব্যাংকের স্টাফ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।



হেফজুর রহমান ১৯৮২ সালে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং জীবন শুরু করেন।

কর্মজীবনে তিনি ব্যবস্থাপক, আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের ঋণ আদায় ও পার্সোনাল ডিপার্টমেন্টে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২০, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।