ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউসিবির নতুন ডিএমডি আবদুল জব্বার চৌধুরী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
ইউসিবির নতুন ডিএমডি আবদুল জব্বার চৌধুরী

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগ দিয়েছেন মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী।

এর আগে তিনি শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে একই পদে কর্মরত ছিলেন।

১৯৮০ সালে জনতা ব্যাংকে চাকরিতে যোগদানের মাধ্যমে পেশাগত জীবনের সূচনা করেন।

তিনি ব্যাংকটিতে শাখা ব্যবস্থাপক, করপোরেট শাখা প্রধান, অঞ্চল প্রধানসহ ব্যবস্থাপনা পর্যায়ে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জনতা ব্যাংক ছাড়াও তিনি মিউচুয়াল ট্রাস্ট ও শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডে কর্মরত থেকে ডিএমডি পদে উন্নীত হয়েছিলেন। ১৯৫৪ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।