ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙন থেমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৫
পদ্মা সেতু প্রকল্প এলাকায় ভাঙন থেমেছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ এলাকায় ভাঙন রোধ করা সম্ভব হয়েছে। এছাড়া পদ্মা সেতু প্রকল্পের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

পদ্মার ভাঙনে সেতু প্রকল্পের কাজের কোনো সমস্যা হচ্ছে না।

বুধবার (২২ জুলাই) বিকেল ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ এলাকায় পদ্মার ভাঙন রোধ কার্যক্রম পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় তিনি পদ্মার ভাঙন রোধ কার্যক্রম পরিদর্শনে কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

তিনি বলেন, সম্প্রতি পদ্মা সেতু প্রকল্পের কুমারভোগ এলাকায় পদ্মার যে ভাঙন দেখা দিয়েছিল, তা রোধ করা সম্ভব হয়েছে। এখন আর এ ভাঙন নিয়ে চিন্তার কোনো কারণ নেই।

পরে ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্পের পরামর্শ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে পদ্মা সেতু প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২২ জুলাই, ২০১৫
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।