ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সোয়ান শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি সোয়ান শ্রমিকদের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোয়ান গার্মেন্টস কর্মীদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের দায়েরকৃত মামলা প্রত্যহারের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
 
সংগঠনের পক্ষ থেকে নেতাকর্মীরা হুঁশিয়ারি দেন, ‘আগামী রোববারের (২৬ জুলাই) মধ্যে শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে গড়ে তোলা হবে।


 
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপরে রাজধানীর মতিঝিলের দিলখুশা রোডে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।
 
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, দীর্ঘ চার মাস ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। কারখানার মালিকের স্ত্রী-মেয়ে, সরকারের কছে বেতন-ভাতার জন্য ঘুরছেন শ্রমিকরা। কিন্তু কারখানার মালিক এমনিক সরকারের তরফ থেকেও কোনো সাড়া পায়নি তারা।
 
তিনি বলেন, নিরীহ শ্রমিকদের এই আন্দোলনের কোনো তোয়াক্কাই করেনি সরকার। কিন্তু আজ সরকারের ব্যর্থতার কারণেই হাজার হাজার শ্রমিক বেতন পাচ্ছে না।
 
শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে তিনি বলেন, সোয়ান কারখানা বন্ধ হয়ে যাওয়ায় ১৩শ শ্রমিক বেকার হয়ে পড়ছে। ওই কারখানার বায়াররা (বিদেশি ক্রেতা) অন্য দেশের দিকে মুখ ফেরাবে। ফলে কিছুটা হলেও পোশাক রফতানি খাতে প্রভাব পড়বে। তাই পুন:রায় কারখানা চালু করতে সরকারকে উদ্যোগ নিতে হবে।
 
বিক্ষোভ সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, শ্রমিকরা ঈদের আনন্দ মাটি করে গত ১৪ দিন ধরে প্রেসক্লাবের সামনে আন্দোলন করে আসছে। কিন্তু কর্তৃপক্ষের টনক নড়ছে না।
 
ইসলামী ব্যাংক শ্রমিকদের নামে সাড়ে পাঁচ কোটি টাকার মিথ্যা মামলা দিয়েছে। রোববারের মধ্যে এই মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামবে শ্রমিকরা।
 
‘ইসলামী ব্যাংক শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে’ মন্তব্য করে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জলি তাল‍ুকদার বলেন, কারখানা বিক্রি করার পর এক মাস ধরে শ্রমিকরা মালামাল পাহারা দিয়েছে। তারা সেখান থেকে চলে আসার পরে একটি সংঘবদ্ধ চক্র মালামাল নিয়ে গেছে।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- সংগঠনের কার্যকরী সভাপতি সাদিকুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, সহ-সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ সোহান গার্মেন্টসের শ্রমিকরা।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৫
এসজেএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।