ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

স্কয়ারের ম্যাজিক টোটাল ক্লিন টুথপেস্ট বাজারে

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
স্কয়ারের ম্যাজিক টোটাল ক্লিন টুথপেস্ট বাজারে

ঢাকা: পরিচিত বাংলাদেশী ব্যবসায়ী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড সম্প্রতি বাজারে নিয়ে এসেছে একটি নতুন টুথপেস্ট ব্র্যান্ড- ম্যাজিক টোটাল ক্লিন টুথপেস্ট।

স্কয়ার কর্তৃপক্ষের ভাষ্য, এ টুথপেস্টে আছে লবণ আর লবঙ্গের প্রাকৃতিক গুণাগুণ।

লবণ দাঁতের ময়লা দূর করে দাঁত রাখে ঝকঝকে পরিষ্কার, আর লবঙ্গ নিয়ে আসে সতেজ নিশ্বাস।

বাজারের অন্য টুথপেস্ট ব্র্যান্ডগুলো সাধারণত মুখের যত্নের কোনো একটি নির্দিষ্ট উপকারে লাগে- হয় দাঁতের ময়লা দূর, নাহলে মুখের দুর্গন্ধ দূর করা। কিন্তু টোটাল ক্লিন টুথপেস্ট দাঁত ও মুখের সম্পূর্ণ যত্ন নিয়ে মুখ রাখবে পুরোপুরি সুস্থ ও পরিষ্কার।

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অনেক ব্র্যান্ড (যেমন চাকা, জুঁই, সেনোরা, কুল, মেরিল স্প্ল্যাশ, সুপার হোয়াইট, রিভাইভ, চমক ইত্যাদি) এর মধ্যেই ভোক্তাদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়েছে। ম্যাজিক টোটাল ক্লিন টুথপেস্ট একই গুণগত মান ভোক্তাদের কাছে পৌঁছে দেয়ার নিশ্চয়তা দিচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।