ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আল-আরাফাহ্ ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আল-আরাফাহ্ ব্যাংকের ‘অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন’

ঢাকা: বেসরকারি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর হোটেল পূর্বাণীর দিলকুশা হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্যাংকের পরিচালক নাজমুল আহসান খালেদ, আব্দুল মালেক মোল্লা এবং ইঞ্জিনিয়ার খন্দকার মেসবাহ উদ্দিন আহমেদ।

এছাড়া, ব্যাংকের বোর্ড সচিব মো. মোফাজ্জেল হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম, মোহাম্মদ আবদুল জলিল, মো. রেজাউর রহমান, মো. ফজলুল করিম, মুহাম্মদ মাহমুদুল হক এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা সম্মেলনে উপস্থিত ছিলেন।

সম্মেলনে ব্যাংকের ১২২টি শাখার ব্যবস্থাপকরা অংশ নেন। এ সময় ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পরিচালক পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শাখা ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে পর্যালোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বদিউর রহমান ব্যাংকের ব্যবসা উন্নয়নে শাখাসমূহকে কঠোর নজরদারি ও নতুন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন। তিনি শ্রেণীবিন্যাসিত বিনিয়োগ কমিয়ে ব্যাংকের বিনিয়োগ অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান সম্পদের গুণগত মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলকে আরও সচেষ্ট হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, সার্বিক ব্যবসায়িক সূচকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক যথেষ্ট দৃঢ় অবস্থানে রয়েছে। এখন সকলকে বিনিয়োগের গুণগত মান নিশ্চিত করতে হবে এবং শ্রেণীকৃত বিনিয়োগের হার দ্রুত কমিয়ে আনতে হবে। এ বিষয়ে তিনি শাখাসমূহকে বিশেষ পরিকল্পনা নেওয়ার নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।