ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এ মাসেই মন্ত্রিপরিষদে পে-কমিশন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
এ মাসেই মন্ত্রিপরিষদে পে-কমিশন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

ঢাকা: আগস্ট মাসের মধ্যেই পে-কমিশনের বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার (০৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



এ সময় বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বেশ কিছু দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসে।

অর্থমন্ত্রী সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, সোমবার পে-কমিশনের বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে, এটা আপনাদের সৃষ্টি। আমি বলেছিলাম, এ মাসের মধ্যে আলোচনা করা হবে। সোমবার পে-কমিশনের বিষয়টি মন্ত্রিপরিষদের বৈঠকে উঠবে, সংবাদমাধ্যমে প্রকাশিত এ সংবাদ সম্পূর্ণ অযৌক্তিক।

পরিষদের সভাপতি মো. হানিফ ভূঁইয়া ও মহাসচিব মো. রেজাউল মোস্তফার নেত‍ৃত্বে একটি প্রতিনিধি দল বেতন বৈষম্য দূরীকরণ, টাইম স্কেল বহাল রাখা, শত ভাগ সিলেকশন গ্রেড প্রদান, সচিবালয় এবং সচিবালয়ের বাইরে কর্মচারীদের পদোন্নতির বৈষম্য দূরীকরণসহ বেশ কিছু দাবি জানালে অর্থমন্ত্রী বিষয়গুলো বিবেচনা করা হবে বলে ত‍াদের আশ্বস্ত করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
এমএম/এটি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।