ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এবার নতুন বাংলাদেশিদের জন্য ১০টাকার ব্যাংক হিসাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৫
এবার নতুন বাংলাদেশিদের জন্য ১০টাকার ব্যাংক হিসাব

বাংলাদেশের মানচিত্রে সদ্য অন্তর্ভুক্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ১০টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (০৩আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক নূরুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।



নির্দেশনাটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়, দহগ্রাম-আঙ্গরপোতাসহ বাংলাদেশের মূল ভূ-খণ্ডে ১১১টি ছিটমহল অন্তর্ভুক্ত হয়েছে। এ অঞ্চলের অধিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য তাদের আর্থিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে ১০টাকা জমা নিয়ে ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওই এলাকার নিকটবর্তী ব্যাংক শাখার মাধ্যমে এ হিসাব খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।

তবে হিসাব খোলা ও পরিচালনার জন্য কোনো সার্ভিস চার্জ নেওয় যাবেনা।

একই সঙ্গে সদ্য বিলুপ্ত হওয়া ছিটমহলবাসীর হিসাব নামে নির্ধারিত ছকে তিন মাস পরপর এ বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার কথাও বলা হয়েছে ওই প্রজ্ঞাপনে।
 এর আগে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ১০টাকায় ব্যাংক হিসাব খোলার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক।

অপর এক আদেশে বাংলাদেশ ব্যাংক জানায়, আর্থিক অর্ন্তভুক্তি কার্যক্রমে পুনঅর্থায়ন তহবিলের আওতায় ১০টাকার হিসাবধারী ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের পেশাজীবী এবং  ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সম্পূর্ণ জামানতবিহীনভাবে ১০ টাকার হিসাবধারীরা অধিকতর আয় উৎসাহী কর্মকাণ্ডে বিনিয়োগ করতে নিজেদের সামর্থ্য অনুযায়ী এই টাকা নিতে পারবেন।
এই সুবিধা সদ্য বিলুপ্ত ১১১টি ছিটমহলের অধিবাসীদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ওই আদেশে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫, আপডেট: ২১১১ ঘণ্টা
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।