ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কম জনবহুল এলাকায় যাচ্ছে অস্থায়ী পশুর হাট

তাবারুল হক ও শেখ জাহাঙ্গীর আলম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
কম জনবহুল এলাকায় যাচ্ছে অস্থায়ী পশুর হাট ফাইল ফটো

ঢাকা: আসন্ন ঈদ‍ুল-আযহা উপলক্ষে রাজধানীর জনবহুল ও ব্যস্ততম এলাকা থেকে কোরবানির পশুর অস্থায়ী হাটগুলো কম জনবহুল এলাকায় সরিয়ে নেওয়া হচ্ছে। নাগরিক সমাজ, পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।



এর আগের ঈদুল আযহায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে হাসপাতাল ও জনবহুল এলাকার কাছাকাছি বেশ কিছু পশুর হাট বসানো হলে অসহনীয় জনদুর্ভোগ তৈরি হয়। এ কারণে এবার রাজধানীর ভেতরের পাঁচটি হাটের স্থান পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

তবে দক্ষিণ সিটি করপোরেশনের হাটগুলোর স্থান এবারও অপরিবর্তিত আছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উত্তর সিটি করপোরেশনের যে সব হাট সরিয়ে নেওয়া হচ্ছে সেগুলো হলো- আগারগাঁও হাসপাতাল সংলগ্ন পশুর হাট, উত্তরা আজমপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠ, বারিধারা জে ব্লকের খালি জায়গা, উত্তরা ১১ ও ১৩ নং সেক্টরের সোনারগাঁও জনপদসংলগ্ন খালি জায়গা এবং বনানী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালি জায়গার অস্থায়ী পশুহাট।

নগরবাসীর অভিযোগ, গতবার বেশ কিছু পশুর হাটের কারণে কয়েকটি হাসপাতালে রোগী আনা-নেওয়া, স্কুল-কলেজের শিক্ষার্থীদের যাতায়াত ও প্রধান প্রধান সড়কে চরম যানজট সৃষ্টি হয়। এতে নগরবাসী পড়ে অসহনীয় দুর্ভোগে।

এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক বাংলানিউজকে বলেন, গতবার রাজধানীর বেশ কয়েকটি এলাকায় অস্থায়ী পশুরহাটের কারণে নগরবাসীকে দুর্ভোগ পোহাতে হয়েছিল। এবার দুর্ভোগ লাঘবে পাঁচটি পশুর হাট রাজধানী থেকে একটু দূরে ও কম জনবহুল এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি বলেন, গতবারের ভোগান্তির কারণে পুলিশ প্রশাসন, নাগরিক সমাজ ও হাসপাতালগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ও নগরবাসীর কথা চিন্তা করে আমরা এবার এই সিদ্ধান্ত নিয়েছি।

গতবার উত্তর সিটি করপোরেশন এলাকায় অস্থায়ী মোট সাতটি হাট বসানো হয়েছিল। এর মধ্যে এবার রাজধানীর ভেতরের পাঁচটি হাট বাদ দিয়ে কমজনবহুল এলাকায় ছয়টি অস্থায়ী পশুর হাট বসছে বলে করপোরেশন থেকে জানানো হয়।

এসব হাট হলো- খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্পের খালি জায়গার অস্থায়ী পশুহাট, মিরপুর সেকশন-৬ (৬ নম্বর ওয়ার্ড)-এর ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, উত্তরা ১৫ ও ১৬ নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতুসংলগ্ন খালি জমি, কুড়িল ফাইওভার সংলগ্ন পূর্বাচলমুখী ৩০০ ফুট প্রশস্ত সড়কের বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের পর থেকে সড়কের দুই পাশের কাঁচা অংশের খালি জমি, মিরপুর সেকশন-১১ এর বাউনিয়া বাঁধসংলগ্ন খালি জমি ও রায়েরবাজার কবরস্থানসংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের নির্ধারিত খালি জমি।

এদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের গতবারের ১১টি হাটের বদলে ১০টি অস্থায়ী হাট বসানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালিদ আহম্মদ।

এবার দক্ষিণের পশুর হাটগুলো হলো- ঝিগাতলা হাজারীবাগ মাঠ, লালবাগের রহমতগঞ্জ খেলার মাঠ, খিলগাঁও মেরাদিয়া বাজার, সাদেক হোসেন খোকা খেলার মাঠ, উত্তর শাহজাহানপুর রেলগেট বাজারসংলগ্ন মৈত্রী সংঘের মাঠ, ধূপখোলা ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ, কমলাপুরের গোপীবাগ ব্রাদার্স ইউনিয়ন সংলগ্ন বালুর মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট সংলগ্ন খালি জায়গা, লালবাগের মরহুম হাজী দেলোয়ার হোসেন খেলার মাঠ ও সংলগ্ন এলাকা এবং কামরাঙ্গীরচর ইসলাম চেয়ারম্যানের বাড়ির মোড় থেকে বুড়িগঙ্গা বাঁধ সংলগ্ন জায়গা।

অন্যদিকে, এবার আরমানিটোলা খেলার মাঠে পশুর হাট বসানো হবে না বলে দক্ষিণ সিটি করপোরেশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর দুই সিটি করপোরেশনের ১৬টি অস্থায়ী পশুর হাটের ইজারার প্রথম দফা দরপত্র দাখিল শেষ হয়েছে। হাটগুলোর কাঙ্খিত দর না পাওয়ায় পুন:দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে।

উত্তর সিটি করপোরেশনের ছয়টি অস্থায়ী পশুর হাটের জন্য গত ২১ জুলাই দরপত্র আহ্বান করা হয়।
আর দক্ষিণের হাটগুলোর জন্য গত ২৭ জুলাই দরপত্র আহবান করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
টিএইচ/এসজেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।