ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অনলাইনে কেনা যাবে মেঘনা গ্রুপের পণ্য

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
অনলাইনে কেনা যাবে মেঘনা গ্রুপের পণ্য

ঢাকা: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এফএমসিজি ডিভিশন দেশে প্রথমবারের মতো চালু করেছে কোম্পানি থেকে সরাসরি ভোক্তার কাছে অনলাইনে পণ্য বিক্রয়ের মাধ্যম ই-ফ্রেশ স্টোর।

এখন থেকে ভোক্তারা www.e-freshstore.com এ ভিজিট করে ঘরে বসেই ফ্রেশ ব্র্যান্ডের যেকোনো পণ্য কিনতে পারবেন।

পণ্যের মূল্য পরিশোধ করা যাবে কার্ড ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে।

প্রাথমিকভাবে এই অনলাইন স্টোরের সেবা ঢাকা মেট্রোপলিটন এরিয়াতে সীমাবদ্ধ থাকবে। এ অনলাইন স্টোর থেকে ৪০০ টাকার পণ্য কিনলেই ফ্রি হোম ডেলিভারি সুবিধা পাওয়া যাবে। আর ৪০০ টাকার কম মূল্যের পণ্য কিনলে ৪০ টাকা বাড়তি খরচ দিতে হবে।

সম্প্রতি উত্তরাস্থ এফএমসিজি কার্যালয়ে সংবাদ সম্মেলনের এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এতে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের পরিচালক তাহমিনা বিনতে মোস্তফা, নির্বাহী পরিচালক (মার্কেটিং) আসিফ ইকবাল, নির্বাহী পরিচালক তাইফ বিন ইউসুফ প্রমুখ।

মেঘনা গ্রুপের পণ্যের মধ্যে রয়েছে- ফ্রেশ ব্র্যান্ডের ফুলক্রিম মিল্ক পাউডার, ইন্সটা মিল্ক পাউডার, সয়াবিন তেল, সরিষার তেল, আটা-ময়দা-সুজি, চিনি, সুপার প্রিমিয়াম লবণ, দেশি মসুর ডাল, ড্রিংকিং ওয়াটার, মসলা ও নাম্বার ওয়ান কনডেন্সড মিল্ক।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।