ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গাজীপুরে আইএফআইসি ব্যাংকের ২ শাখার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
গাজীপুরে আইএফআইসি ব্যাংকের ২ শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: মহানগরের চান্দনা চৌরাস্তায় ১২২তম ও শ্রীপুরের মাওনা চৌরাস্তায় আইএফআইসি ব্যাংকের ১২৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় চান্দনা চৌরাস্তার বাগদাদ তাসমিয়া টাওয়ারের দ্বিতীয় তলায় ও দুপুর ১টায় মাওনা চৌরাস্তার কিতাব আলী প্লাজার দ্বিতীয় তলায় আলাদা অনুষ্ঠানের মধ্যদিয়ে ফিতা কেটে শাখা দু’টির উদ্বোধন করেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল হামিদ।



আইএফআইসি ব্যাংক চান্দনা চৌরাস্তা শাখা ব্যবস্থাপক আরিফুজ্জামান ও মাওনা শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ সাইদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল হামিদ, ডিএমডি ফরিদ উদ্দিন আল মাহমুদ ও মাওনা চৌরাস্তা বণিক সমিতির সভাপতি আলহাজ আশরাফুল ইসলাম রতন।

এসময় উপস্থিত ছিলেন আলহাজ ফিরোজ আহমেদ, আব্দুল আউয়াল, ‍আলহাজ আব্দুল মান্নান, আলহাজ নুরুল ইসলামসহ ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।