ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী অস্ট্রেলিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহী অস্ট্রেলিয়া

ঢাকা: বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী অস্ট্রেলিয়া। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে একথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক।



বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত বৈঠকে জনশক্তি রপ্তানি এবং মন্ত্রীর অস্ট্রেলিয়ায় সফরের বিষয় নিয়ে হাইকমিশনারের সঙ্গে সার্বিক আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করতে গিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়াই সর্বপ্রথম বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

মুক্তিযুদ্ধে একমাত্র খেতাবপ্রাপ্ত অস্ট্রেলীয় মুক্তিযোদ্ধা ডব্লিউ এ এস ওডারল্যান্ড বীর প্রতীকের অবদানের কথা এ সময় স্মরণ করেন মন্ত্রী।

সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি তৈরিতে অস্ট্রেলিয়ার কারিগরি সহযোগিতার প্রশংসা করেন। বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অস্ট্রেলীয় হাইকমিশনারকে অনুরোধ জানান তিনি।

বাংলাদেশের ওয়েল্ডিং ও ইলেকট্রিক ট্রেডে দক্ষ শ্রমিক নেওয়ার প্রস্তাব দেন। এছাড়াও কৃষি, পশুপালন ও আবাসনে শ্রমিক নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা হয়।

দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে সার্বিক সহযোগিতা ও এ বিষয়ে তার দেশের সরকারের সঙ্গে আলোচনা করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন অস্ট্রেলীয় হাইকমিশনার।

তিনি বলেন, বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি প্রেরণে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে আছে এবং এজন্য প্রশংসার দাবিদার। অস্ট্রেলিয়াও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায়।

নভেম্বর মাসের শেষ সপ্তাহে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলামকে অস্ট্রেলিয়ায় সফরে স্বাগত জানিয়ে উইলকক বলেন, ওই সময় পার্লামেন্ট অধিবেশন চলাকালে পার্লামেন্টের বিভিন্ন সদস্য ও মন্ত্রীদের সঙ্গে মতবিনিময় করার সুযোগ হবে।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার ইফতেখার হায়দার, যুগ্মসচিব মোহাম্মদ আজাহারুল হক, মন্ত্রীর একান্ত সচিব মু. মোহসিন চৌধুরী এবং অস্ট্রেলিয়ান ট্রেড কমিশনের বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯৩২, অক্টোবর ২৮, ২০১৫
জেপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।