ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনীতির ৩২ শতাংশই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
অর্থনীতির ৩২ শতাংশই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে

ঢাকা: বাংলাদেশে অর্থনীতির ৩২ শতাংশই ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় হোটেল রেডিসনে শরীয়াহ বোর্ড ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।



সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামী ব্যাংকস অব বাংলাদেশ (আইবিসিএফ) অনুষ্ঠানের আয়োজন করে।

অর্থনীতিতে ইসলামী ব্যাংকগুলোর অবদান উল্লেখ করে মন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের কাজ কর্মের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে ইসলামী ব্যাংক সমাজে মত প্রতিষ্ঠার জন্য কাজ করছে। সেই জন্য শুধু বাংলাদেশেই নয় বিশ্বে ইসলামী ব্যাংকিং জনপ্রিয়তা বাড়ছে। নেদারল্যান্ড, লুক্সেমবার্গের মতো দেশেও জনপ্রিয় হচ্ছে ইসলামি ব্যাংকিং সেবা।

পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ৯০০ অধিক ইসলামী ব্যাংকিং শাখা রয়েছে। তারপরেও অনেকে ইসলামী ব্যাংক সম্পর্কে পূর্নাঙ্গ ধারণা রাখেন না। এজন্য  জনগণকে উৎসাহিত করার জন্য উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
 
সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের নির্বাহী কমিটির চেয়ারম্যানের চেয়ারম্যান এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, সাবেক নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ প্রমুখ।

** ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড গ্রহণ করলেন মুস্তাফা আনোয়ার

বাংলাদেশ সময় ০০০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।