ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নাটোরে চিনিকল শ্রমিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
নাটোরে চিনিকল শ্রমিকদের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেশের ১৫টি চিনিকলে কর্মরত শ্রমিক-কর্মচারীরা।
 
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে ১৫টি চিনিকলের সিবিএসহ বিভিন্ন শ্রমিক সংগঠন আলাদা আলাদা ব্যানার নিয়ে অংশ নেয়।
 
এ সময় নাটোর চিনিকল কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইক্ষু উন্নয়ন কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির  আহ্বায়ক আবুল বাশার, পঞ্চগড় চিনিকলের ইক্ষু উন্নয়ন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন, শ্যামপুর চিনিকলের ইক্ষু কর্মী সংসদের সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।  
 
ইক্ষু উন্নয়ন সহকারীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন  নাটোর জেলা শ্রমিক লীগের সভাপতি ও নাটোর চিনিকলের সিবিএ নেতা মাইনুল হক, নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুনছুর রহমান প্রমুখ।
 
বক্তারা বলেন, পার্শ্ববর্তী দেশগুলোর চিনিকলে চাকরি জাতীয়করণ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে চিনিকলে কর্মরত শ্রমিক কর্মচারীরা এখনো অবহেলিত। এ অবস্থায় চাকরি জাতীয়করণ করা না হলে পর্যায়ক্রমে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করা হবে।  
 
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাটোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
 
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।