ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড’ পেলেন ইসলামী ব্যাংকের এমডি মান্নান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
‘ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড’ পেলেন ইসলামী ব্যাংকের এমডি মান্নান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ও অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ইসলামী ব্যাংকিং অ্যাওয়ার্ড ’ পেয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  মোহাম্মদ আবদুল মান্নান।

রোববার (২৯ নভেম্বর) ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে এ অ্যাওয়ার্ড  প্রদান করে বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলোর কেন্দ্রীয় শরীয়াহ্ বোর্ড।

এসময় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন আবদুল মান্নান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ, ইসলামিক ব্যাংকিং বিশেষজ্ঞ ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের নির্বাহী কমিটি চেয়ারম্যান এম আযীযুল হক ও এক্সিম ব্যাংক ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল একেএম নুরুল ফজল বুলবুলসহ সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।