ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ

আশুলিয়া(ঢাকা): শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) বিদেশি বিনিয়োগে স্থাপিত একটি পোশাক
কারখানাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (০৮ নভেম্বর)সকালে কারখানায় গিয়ে বন্ধের নোটিশ দেখে ক্ষোভ প্রকাশ করে শ্রমিকরা।

কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়েছে কারখানাটির প্রায় সাড়ে চার’শ শ্রমিক।

ডিইপিজেডের পুরনো জোনে চীনা মালিকানাধীন আলফা প্যাটার্ন বিডি লিমিটেডে সার্ভিস বেনিফিটের দাবিতে শনিবার কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করে শ্রমিকরা। পরদিন রোববার সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ। শ্রমিকরা সকালে কারখানার সামনে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে পুলিশের বাধার কারণে সম্ভব হয়নি। পরে শ্রমিকরা যার যার বাড়ি ফিরে যান।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়নি।

শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান জানান,কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা,নভেম্বর ০৮,২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।