ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইইউ’র সঙ্গে যৌথ কমিশনের বৈঠক চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
ইইউ’র সঙ্গে যৌথ কমিশনের বৈঠক চলছে

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে যৌথ কমিশনের বৈঠক শুরু হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।



বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র সচিব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন ও ইইউ’র নেতৃত্ব দিচ্ছেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ইউগো আস্তুতো।

অর্থ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য, আইন, ইআরডিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অর্ধশতাধিক কর্মকর্তা অংশ নিচ্ছেন বৈঠকে।

বৈঠকে দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, সুশাসন, মাবাধিকার, নতুন বাণিজ্য কৌশল, বাংলাদেশের শ্রম আইন, ট্রেড ইউনিয়ন, পোশাক কারখানায় কর্মপরিবেশ, সেবা খাতে সরাসরি বিদেশি বিনিয়োগসহ (এফডিআই) বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা হচ্ছে।

বুধবার বিকেল চারটার দিকে সংবাদ সম্মেলনে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৫
এমআইএস/আরএইচএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।