ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপপুর প্রকল্প সতর্কভাবে বাস্তবায়ন করতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
রূপপুর প্রকল্প সতর্কভাবে বাস্তবায়ন করতে হবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, রূপপুর পরমাণু প্রকল্পের কাজ অনেক সতর্কভাবে করতে হবে। যে কোনো বিবেচনায় এ প্রকল্পের ব্যয় অনেক বেশি।

প্রায় ১৩.৫ বিলিয়ন মার্কিন ডলার। এতো বড় প্রকল্পের কাজ আমাদের অনেক সতর্কভাবে করতে হবে। এটা আমাদের জন্য পরীক্ষাও বটে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে শেরে বাংলা নগরে অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের (ইআরডি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে অনেক দেশ পরমাণু প্রকল্পের দিকে ঝুঁকছে। যেমন-চীন, ব্রাজিল ও ফ্রান্স। তবে ইংল্যান্ডের পরমাণু প্রকল্প হাতে নেওয়ার কথা থাকলেও তারা সরে এসেছে।

অর্থমন্ত্রী বলেন, আমরা বড় বড় প্রকল্প বাস্তবায়ন করছি। যেমন-১.১ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে যমুনা ব্রিজ বাস্তবায়ন করেছি।

তিনি আরো বলেন, ঐতিহাসিকভাবে বাজেটের ব্যয় বাড়ছে। আমরা আশা করছি আগামীতে বাজেট ৫ লাখ কোটি টাকা হবে। কারণ আগামীতে অনেক বড় বড় প্রকল্প অন্তভুক্ত হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৫
এমআইএস/আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।