ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর দিতে ফিক্স ডে নির্ধারণে অর্থমন্ত্রীর পরামর্শ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
কর দিতে ফিক্স ডে নির্ধারণে অর্থমন্ত্রীর পরামর্শ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সারাদেশে একদিনে কর নেওয়ার জন্য ‘একটি ফিক্স ডে’ নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
বৃহস্পতিবার সকালে (১৯ নভেম্বর) অফিসার্স ক্লাবে তিন দিনব্যাপী (১৯-২১ নভেম্বর) শীতকালীন আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।


 
উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, অনেক দেশ আছে যেখানে একটি ফিক্সড ডে’তে কর দিতে হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ১ এপ্রিল সবাই কর দেয়। বহু বছর ধরে এর প্রচলন আছে, কোনো পরিবর্তন হয় না।
 
অর্থমন্ত্রী বলেন, কর দেওয়ার জন্য আমাদেরও এরকম একটি ফিক্সড ডে (নির্দিষ্ট দিন বা দিবস) নির্ধারণ করে দেওয়া উচিত। যেখানে আর সময় বাড়ানোর প্রয়োজন হবে না।
 
এনবিআরকে পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আগামী ৩ বছরের মধ্যে (২০১৮ সালের মধ্যে) এমন একটি অবস্থার সৃষ্টি করেন যেখানে ওয়ান ট্যাক্স ডে ফিক্সড দ্য হোল কান্ট্রি। এর কোনো পরিবর্তন হবে না। নির্দিষ্ট দিনে ছুটি ঘোষণা হবে। সবাই উৎসব মুখর পরিবেশে কর দেবে। মানুষের স্মৃতিতে দিনটি গেঁতে যাবে যে আমাকে ওই দিন কর দিতে হবে।
 
আয়কর সম্পর্কে মুহিত বলেন, আয়কর দেওয়া অনেক সহজ করা হয়েছে আরও হ্যাচেল (ঝামেলা) মুক্ত করা উচিত। যেন সহজে সবাই আয়কর দিতে পারে। আয়কর রিটার্ন ফরম সহজ হয়েছে। আরো সহজ করা দরকার।
 
কর কর্মকর্তাদের পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, যারা কর দেয় তাদের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি করতে হবে। করদাতারা কর কর্মকর্তাদের দেখে যাতে মনে না করে যে আমার হয়রানির শেষ হবে না।
 
কর মেলা সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, মেলায় যারা কর দিতে আসে সবাই খুশি। মেলায় কর কর্মকর্তাদের সহায়তায় সহজে রিটার্ন জমা দিয়ে রিসিট পেয়ে যান। শীতকালীন মেলা শুধু ঢাকায় নয় সারাদেশে করা উচিত।
 
মেলায় বেশিরভাগ তরুণ ও নতুন করদাতা উল্লেখ করে মুহিত বলেন, প্রতিবার মেলায় তরুণ ও নতুন করদাতারা বেশিরভাগ রিটার্ন জমা দিচ্ছেন। তাদের সঙ্গে কথা বলে দেখেছি তারা দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে রিটার্ন জমা দিচ্ছেন বলে জানিয়েছেন। দেশের উন্নয়নে তারা আয়কর দিয়ে অংশ নিতে চায়। আমরা এটাই চাই যাতে সবাই কর দেয়।
 
এনবিআরকে ধন্যবাদ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, গত ছয়বছরে বার্ষিক হারে অত্যন্ত ভালো হারে রাজস্ব বাড়িয়েছেন। এর ফলে সরকার উন্নয়ন ও জনগণকে ভালো মানের সেবা দিতে পেরেছেন।
 
অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. নজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন, জাতীয় রাজস্ব বোর্ড সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট ১২৩০ ঘণ্টা
আরইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।