ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পাটের বস্তার দাম কমলো ১০ ভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
পাটের বস্তার দাম কমলো ১০ ভাগ ফাইল ফটো

ঢাকা: পাটের বস্তার দাম ১০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত ২৩ নভেম্বর থেকে আগামী বছরের ৩১ জানুয়ারি পযর্ন্ত কার্যকর থাকবে।


 
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এফবিসিসিআই) সভাকক্ষে রোববার (২৩ নভেম্বর) এক সভায় এ কথা বলেন।
 
এর আগে সেকিং (৭০০ গ্রাম) বস্তার দাম ৭২ টাকা ও হেসিয়ান (৩৬০গ্রাম) বস্তার দাম ৫০ টাকা নির্ধারণ করেছিল বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
 
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০’র সুষ্ঠু বাস্তবায়নের লক্ষে আয়োজিত ওই সভা অনুষ্ঠিত হয় বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
 
প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাটের বস্তার যথাযথ সরবরাহ নিশ্চিত করা হবে। এজন্য সব রাষ্ট্রয়াত্ব পাটকলগুলো এখন বস্তা উৎপাদনে কাজ করছে।
 
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহারে আগামী ৩০ নভেম্বর থেকে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে সরকার।
 
প্রতিমন্ত্রী বলেন, পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশবিরোধী প্লাস্টিক পলিথিনের ব্যবহার বন্ধে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার।
 
তিনি বলেন, সোনালী আঁশ পাটের উৎপাদন ও বহুমুখী ব্যবহার উৎসাহিত এবং জনপ্রিয় করতে পাট চাষিদের স্বপ্নপূরণে জোর পদক্ষেপ নিচ্ছে সরকার।
 
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন সুষ্ঠুভাবে বাস্তবায়নে এফবিসিসিআই প্রস্তুত রয়েছে বলে জানান এফবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ।
 
আইন বাস্তবায়নের সংগঠনটির পক্ষ থেকে সার্বিকভাবে সহায়তা দেওয়া হবে বলে জানান মাতলুব আহমাদ।
 
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।