ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং মেলা-২০১৫

প্রিমিয়ারে সঞ্চয়ে সর্বোচ্চ ইন্টারেস্ট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
প্রিমিয়ারে সঞ্চয়ে সর্বোচ্চ ইন্টারেস্ট! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্যাংকিং মেলা থেকে: সঞ্চয়ে সর্বোচ্চ ৮ শতাংশ ইন্টারেস্ট দিচ্ছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড! সঙ্গে থাকছে ফ্রি ডেবিট কার্ড ও সার্ভিস চার্জ।

সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে আরো থাকছে অভিযোগ ও পরামর্শ।

বিষয়টি জানিয়েছেন ব্যাংকের অ্যাসিস্টেন্ট সেলস অফিসার (রিটেইল ব্যাংকিং বিভাগ) মো. জোবায়ের আলম।
 
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর শাহবাগে বাংলা একাডেমিতে ‘ব্যাংকিং মেলা বাংলাদেশ-২০১৫’ প্রিমিয়ার ব্যাংকের স্টলে তিনি এ তথ্য জানান।
 
দেশের ব্যাংকগুলোর ঋণ ও আমানত স্কিমসহ বিভিন্ন ধরনের সেবা নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রথমবারের মতো পাঁচ দিনব্যাপী (২৪-২৮ নভেম্বর) এ মেলার আয়োজন করে।
 
তিনি বলেন, অন্য ব্যাংক সঞ্চয়ে এতো বেশি ইন্টারেস্ট দেয় না, যা আমরা দিয়ে থাকি। ৫ থেকে সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ইন্টারেস্ট দিচ্ছে নতুন ধারার এ ব্যাংক।
 
আলম বলেন, প্রিমিয়ার সেভিংস, জিনিয়াস, পেরোল, এক্সসেল সেভার, স্ট্রেম সেভারে-এ ইন্টারেস্ট সুবিধা দেওয়া হচ্ছে। সঙ্গে ডেবিট কার্ড ও সার্ভিস চার্জ ফ্রি।
 
ডাবল বেনিফিট স্কিম (ডিবিএস) সম্পর্কে আলম বলেন, সাত বছরে ১০ লাখ টাকার ডিবিএস দ্বিগুণ সুবিধা দিচ্ছি। এর ওপর ৮০ শতাংশ ঋণ সুবিধা তো থাকছে।
 
মেলায় এ স্কিম সম্পর্কে সবচেয়ে বেশি গ্রাহক আগ্রহ প্রকাশ করছে। তবে তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী বেশি। আমাদের সব শাখায়ও এর চাহিদা তুঙ্গে।
 
এছাড়া মান্থলি ইনকাম স্কিম, মান্থলি সেভিংস স্কিম, এডুকেশন সেভিংস স্কিম অন্য ব্যাংকের চেয়ে কিছুটা বেশি সুবিধা দেওয়া হচ্ছে, যোগ করেন এ কর্মকর্তা।
 
তিনি বলেন, ব্যাংকে সব শ্রেণি-পেশার গ্রাহকের কাছে নিয়ে যেতে এবং সর্বোচ্চ মানের সেবা দিতে গ্রাহকের অভিযোগ ও পরামর্শ চেয়েছে প্রিমিয়ার।
 
অভিযোগের মুর্হূতে সমাধান ও মতামত সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ফরম ও অনলাইনে তা চালু করা হয়েছে। ব্যাংকিং মেলায় এটা চালু করা হয়েছে।
 
তিনি জানান, গ্রাহক সেবাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। গ্রাহকই আমাদের মূলধন। সেবার মান সর্বোচ্চ ও অভিযোগ জানতে এটি চালু করা হয়েছে।
 
মেলায় প্রিমিয়ারের ‘হোম লোন’ সাড়া ফেলেছে জানিয়ে তিনি বলেন, ইন্টারেস্ট অত্যন্ত কম এবং সহজ শর্তে এ ঋণ হওয়ায় গ্রাহকরা এ ঋণে বেশি আগ্রহ প্রকাশ করছেন।
 
প্রিমিয়ার প্রবাসীদের আস্থা জানিয়ে আলম বলেন, দ্রুততম সময়ে রেমিট্যান্স সেবার জন্য প্রবাসী গ্রাহকদের কাছে প্রিমিয়ার আস্থা অর্জন করেছে।
 
স্বল্প সময়ে, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াই বিশ্বের যেকোনো জায়গা থেকে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে পারবে। প্রবাসী ও তাদের প্রিয়জনের অ্যাকাউন্ট খুলতে নেই কোনো চার্জ।
 
প্রিমিয়ার সব শাখা ও সহযোগী এনজিও প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৪শ’ শাখার মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে বলেও জানান আলম।
 
এছাড়া কৃষি ও নারী উদ্যোক্তার ক্ষেত্রেও এ ব্যাংক সেবায় ইতোমধ্যে গ্রাহকের আস্থা অর্জন করেছে। সোলার এনার্জি, বায়োগ্যাস প্ল্যান্ট, ইটিপি ও নবায়ণযোগ্য জ্বালানিতে ঋণ প্রদান করে আসছে।
 
প্রিমিয়ার ব্যাংকের বর্তমান ঋণ হিসাব ১২ হাজার ৬৬৫টি, আমানত হিসাব তিন লাখ ১৪ হাজার ৫০৯টি, শাখার সংখ্যা ৯৩টি ও ১৭টি এটিএম বুথ রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আরইউ/এসই/জেডএস


** ট্রাস্ট ব্যাংক দিচ্ছে ল্যাপটপ ঋণ
** স্ট্যান্ডার্ড চার্টার্ডে ‍হিসাব খুলতে ‍আপনার লাগবে ৫ লাখ টাকা
** ট্রাস্ট ব্যাংকের কোটিপতি অফার
** মানিব্যাগেরও কাজ করছে বিকাশ
** চার্জবিহীন হিসাব, জামানতবিহীন ঋণ
** সব ব্যবসায় রূপালী ব্যাংকের এসএমই ঋণ
** সাউথইস্ট ব্যাংকের এফডিআরে সর্বোচ্চ ইন্টারেস্ট!
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** কোটিপতি হতে পারেন এসআইবিএল’র স্বর্ণ শিখরে
** গুণ ছড়াচ্ছে এমটিবি’র ‘গুণবতী’
** ঋণ বিতরণে সবার প্রতি সমান দৃষ্টি দেওয়া উচিত
** মিডল্যান্ডে টাকা পাবেন আধাঘণ্টায়
** এসবিএসিতে অ্যাকাউন্টে নেই চার্জ, সঙ্গে কার্ড ফ্রি
** চার্জ ছাড়াই ক্রেডিট কার্ড দিচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংক
** স্বপ্ন গড়বে এক্সিমের ‘স্বপ্ন’
** ব্যাংকেও সংস্কৃতি চর্চা করুন
** তৃণমূল সেবায় ন্যাশনাল ব্যাংক
** প্রাইম ব্যাংকের ‘স্বপ্ননীড়’ হোম লোনে সাড়া
** সব পেশার নারীদের জন্য এবি ব্যাংকের ‘সম্পূর্ণা’
** ব্যাংক শুধু উচ্চবিত্তের ধনাগার নয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।