ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আইসিসিবিতে চলছে দ্বিতীয় দিনের লেদারটেক ট্রেড শো

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
আইসিসিবিতে চলছে দ্বিতীয় দিনের লেদারটেক ট্রেড শো ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিনদিনব্যাপী চামড়া শিল্পের বৃহত্তর ‘লেদারটেক বাংলাদেশ-২০১৫’ এর দ্বিতীয় দিনের প্রদর্শনী শুরু হয়েছে।
 
শুক্রবার (নভেম্বর) বেলা ১১টা থেকে দ্বিতীয় দিনের প্রদর্শনীর শুরু হয়।

সকালে দর্শনার্থীর উপস্থিতি কিছুটা কম হলেও বিকেলে বাড়বে বলে প্রত্যাশা আয়োজকদের।
 
তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে দেশ-বিদেশের বহু ক্রেতা-বিক্রেতা আসছেন, দেখছেন, অংশ নিচ্ছেন।
 
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তৃতীয়বারের মতো এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্প সচিব মোশাররফ হোসেন ভূইয়া।
 
আসক ট্রেড অ্যান্ড এক্সিবিশন্স প্রাইভেট লিমিটেডের আয়োজনে প্রদর্শনীতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য, ফুটওয়্যার শিল্পের প্রয়োজনীয় মেশিনারিজ, কম্পোনেন্ট, কেমিক্যাল ও অ্যাকসেসরিজ প্রদর্শিত হচ্ছে।
 
শনিবার প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

আয়োজকরা জানান, তিনদিনের এ প্রদর্শনীতে তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, হংকং, জাপানের ১৪০টি প্রতিষ্ঠান এবং ভারত ও চীনের ৫০টি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

এসব প্রতিষ্ঠান আলাদভাবে স্টল ও প্যাভিলিয়নের মাধ্যমে প্রয়োজনীয় লেদারের মেশিনারি, ম্যানুফ্যাকচারিং ফুটওয়্যার, চামড়াজাত পণ্য, কম্পোনেন্টস, কেমিক্যাল ও এক্সেসরিজ প্রদর্শন করছে।
 
চামড়া শিল্পের এ ট্রেড শো’র আয়োজক লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এছাড়া বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ টেনারস কাউন্সিল ফর লেদার এক্সপোর্টস ও ইন্ডিয়ান ফুটওয়্যার কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারারস অ্যাসোসিয়েশন প্রদর্শনীর পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
টিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।