ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিদেশি পণ্য নিয়ে এসএস ট্রেডিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
বিদেশি পণ্য নিয়ে এসএস ট্রেডিং ছবি: দীপু মালাকার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এসএস ট্রেডিং কোম্পানি বিশ্বের বিভিন্ন দেশের নামি-দামি কোম্পানির হয়ে বাংলাদেশে চামড়াজাত বহু পণ্যের বাজার সৃষ্টি করেছে। দেশের শ্রমিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে দেশে প্রস্তুত চামড়ার জুতা, ব্যাগসহ বিভিন্ন পণ্যের বাজারজাত করছে প্রতিষ্ঠানটি।


 
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘লেদারটেক বাংলাদেশ-২০১৫’ এর প্রদর্শনীতে এসএস ট্রেডিং কোম্পানি তাদের বিভিন্ন পণ্য প্রদর্শনী করছে। একই সঙ্গে কোম্পানিটি লেদারের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল দেশের বিভিন্ন ছোট-বড় লেদার কারখানায় সরবরাহ করে।
 
প্রদর্শনীর দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) এসএস ট্রেডিং কোম্পানির স্টলে প্রতিষ্ঠানের কর্মীরা জানান, লেদারটেক প্রদর্শনীতে দর্শনার্থীদের মধ্যে তাদের কোম্পানির নানা বিষয় তুলে ধরা হচ্ছে। প্রতিযোগিতামূলক বাজারে বিদেশি পণ্য স‍ুলভ মূল্যে দেশের বাজারে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে তারা বদ্ধপরিকর।

ইতালি, থাইল্যান্ড, তাইওয়ান, হংকং, চীনসহ বহু দেশের পণ্য বাংলাদেশের বাজারে এ কোম্পানির মাধ্যমে প্রসার লাভ করছে।
 
বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা শনিবার পর্যন্ত চলবে। প্রবেশ সবার জন্য উন্মুক্ত।
 
প্রদর্শনীর আয়োজকরা জানান, তিন দিনের এ প্রদর্শনীতে তুরস্ক, মিশর, শ্রীলঙ্কা, ইতালি, সিঙ্গাপুর, হংকং, জাপানের ১৪০টি প্রতিষ্ঠান এবং ভারত ও চীনের ৫০টি বড় প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
চামড়া শিল্পের এ ট্রেড শো’র আয়োজক লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারারস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
 
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৫
টিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।