ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এক্সিম ব্যাংক-নির্বাচন কমিশনের তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এক্সিম ব্যাংক-নির্বাচন কমিশনের তথ্য বিনিময় চুক্তি স্বাক্ষর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডিজিটালাইজেশন প্রক্রিয়ার পদক্ষেপ হিসেবে এক্সিম ব্যাংক এবং নির্বাচন কমিশন বাংলাদেশের মধ্যে একটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নির্বাচন কমিশন এর IDEA প্রকল্প সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলি মিয়া এবং নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (অপারেশন্স) জনাব সৈয়দ মোহাম্মদ মুসা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে ব্যাংক গ্রাহকের হিসাব খোলার ব্যাপারে গ্রাহক কর্তৃক প্রদত্ত জাতীয় পরিচয় পত্রের তথ্যের সঠিকতা যাচাই করতে সক্ষম হবে। এ যাচাই প্রক্রিয়া ব্যক্তির তথ্যের প্রামাণিক দলিল হিসাবে এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতার প্রতীক হিসাবে পরিগণিত হবে। ফলে প্রতারণা ও জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং আর্থিক সেবার মান বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক সিরাজুল হক মিয়া, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন এবং ব্যাংকের প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা মো. মুনীরুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০০২৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।