ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মানিকগঞ্জে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
মানিকগঞ্জে ন্যাশনাল ব্যাংকের শাখা উদ্বোধন

ঢাকা: মানিকগঞ্জে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ১৮৩তম শাখা উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. বদিউল আলম আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।



রোববার (২৯ নভেম্বর) ব্যাংকটির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব আইটি কাজী কামাল উদ্দিন আহমেদ ও ধন্যবাদ জানান মানিকগঞ্জ শাখার ম্যানেজার মোহাম্মদ আকরাম হোসেন।

মো. বদিউল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, মানিকগঞ্জে ন্যাশনাল ব্যাংকের এ শাখা খুলতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।

এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্ট‍া, নভেম্বর ২৯, ২০১৫
ওএইচ/এসএস







বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।