ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোন ‘দুরন্ত’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
গ্রামীণফোন ‘দুরন্ত’ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর অঞ্চলে গ্রামীণফোনের ‘দুরন্ত’ মেগা ক্যাম্পেইন বিজয়ী বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) এ অঞ্চলের বিভিন্ন স্থানে পৃথকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় বিজয়ী বিক্রেতাদের সঙ্গে তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর অঞ্চলের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন গ্রামীণফোনের দিনাজপুর এরিয়া ম্যানেজার নাদিম শাকির, ডিস্ট্রিবিউশন অপারেশন ম্যানেজার আনিসুল আশেকীন, রিটেইল চ্যানেল স্পেশালিস্ট এ এস এম জিয়াউল হায়দার, টেরিটরি অফিসার তজবির আহমেদ, কাজী খাইরুল বাশার, মশিউর রহমান এবং দিনাজপুর জেলার গ্রামীণফোনের পরিবেশক মেসার্স মৌলভী ব্রাদার্সের স্বত্বাধিকারী শামীম কবীর।

এর আগে, সকালে একটি সুসজ্জিত র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই ক্যাম্পেইনের আওতায় বগুড়া অঞ্চলে প্রথম পর্বে ৭ হাজার ৩২১ জন বিক্রেতাকে পুরস্কার দিয়েছে গ্রামীণফোন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।