ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরায় রূপায়ন হাউজিংয়ে সর্বোচ্চ ছাড়

বাংলানিউজটিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
বসুন্ধরায় রূপায়ন হাউজিংয়ে সর্বোচ্চ ছাড় ছবি : শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আইসিসিবি থেকে: বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ন হাউজিংয়ের ফ্ল্যাট, রেডি ফ্ল্যাট বা কমার্শিয়াল স্পেসে বুকিং বা ডাউন পেমেন্টে মিলছে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়।
 
ছাড়ের সঙ্গে এলসিডি মনিটর, কিচেন ক্যাবিনেট, কুপন গিফটসহ থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার।



তিন দিনব্যাপী আন্তর্জাতিক পাওয়ার, সোলার, রিয়েল এস্টেট ও কন-এক্সপো প্রদর্শনীতে দেওয়া হচ্ছে এ ছাড়া।
 
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) রূপায়ন হাউজিংয়ের স্টলে অ্যাসিসট্যান্ট ম্যানেজার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
 
বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়নের রূপায়ন লেক ক্যাসেল, শপিং কমপ্লেক্স, নাবিদা গার্ডেন, ইমাম লেক অরচার্ড, সুরাইয়া টাওয়ার ও নাসিমা সেন্টারে প্রকল্প চলছে। এছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় বর্তমানে ফ্ল্যাট, কমার্শিয়াল প্রকল্প চলছে ৭৫টি।
 
তিনি বলেন, ৫০ শতাংশ বা ১০০ শতাংশ ডাউন পেমেন্টে (নগদ মূল্য পরিশোধ) প্রাইজ ডিসকাউন্ট ও হ্যান্ডসাম গিফট হ্যাম্পার রয়েছে।
 
প্রদর্শনীতে ছাড় সম্পর্কে তিনি বলেন, যেসব প্রকল্প চলছে তাতে ৫০ শতাংশ ডাউন পেমেন্ট করলে ৫-৮ শতাংশ ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ১০০ শতাংশ পেমেন্ট হলে ১০ শতাংশ ছাড় পাবে।
 
বসুন্ধরায় কমার্শিয়াল স্পেস (অফিস স্পেস) ১৮-২০ হাজার টাকা প্রতি স্কয়ার ফিট। শপ হলে ৫৫ হাজার টাকা প্রতি স্কয়ার ফিট। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে ১১ হাজার ৫শ টাকা থেকে ১৩ হাজার ৮শ টাকা।

বসুন্ধরায় রূপায়ন লেক ক্যাসেল সম্পর্কে আলম বলেন, প্রতি স্কয়ার বর্গফুট ৯ হাজার ৮শ টাকা। মেলায় শতভাগ পেমেন্ট করলে ১০ শতাংশ ছাড় দেওয়া হবে।
বসুন্ধরার বাইরেও ঢাকার মধ্যে চলমান প্রকল্পগুলোতে কোনো ক্রেতা বুকিং বা ডাউন পেমেন্ট দিলে স্থান ও প্রকল্প অনুযায়ী একই ছাড় দেওয়া হবে। এ অফার পুরো ডিসেম্বর জুড়ে চলবে বলে জানান আলম।
 
রূপায়ন ঢাকার বাইরে নারায়ণগঞ্জে স্যাটেলাইট সিটি করছে। একটি শেষ হয়েছে। তাতে ২৮টি অ্যাপার্টমেন্ট রেডি। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেটে রূপায়নের প্রকল্প চলছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আরইউ/একে/এএ

** পূর্বাচলে হবে ১৩০ তলার আইকন টাওয়ার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।