ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আঞ্জুমান মুফিদুলকে আইবিবিএল’র সাড়ে ৩ কোটি টাকা অনুদান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আঞ্জুমান মুফিদুলকে আইবিবিএল’র সাড়ে ৩ কোটি টাকা অনুদান

ঢাকা: আঞ্জুমান মুফিদুল ইসলামকে আঞ্জুমান ভবন নির্মাণে সাড়ে তিন কোটি টাকা অনুদান দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।  

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) ব্যাংকটির বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে আঞ্জুমান মুফিদুল ইসলামের সভাপতি শামসুল হক চিশতীর হাতে অনুদানের চেক হস্তান্তর করেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।



দুপুরে ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডন্টে নজরুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- আঞ্জুমান মুফিদুল ইসলামের সহ-সভাপতি এম আর ওসমানী, এম হাফিজউদ্দিন খান, নির্বাহী পরিচালক কাজী আবুল কাসেম, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ইসকান্দার আলী খান, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম ও আব্দুস সাদেক ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডন্টে মো. মোশাররফ হোসাইন, মো. ইয়ানুর রহমান ও এ এইচ এম লতিফ উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।