ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বাংলাদেশ এগিয়ে যাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বাংলাদেশ এগিয়ে যাবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘যতই ষড়যন্ত্র হোক না কেন, সব ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর ) সন্ধ্যায় রাজধানীর কারওয়ানবাজারে বিজিএমইএ ভবনের অ্যাপারেল ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং এমডিএফ (নেদারল্যান্ডস) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে পোশাক শিল্পের উন্নতি এক কথায় মিরাক্কেল। আমেরিকা আমাদের পণ্যের অবাধ বাজার সুবিধা (জিএসপি) বন্ধ করে দিলেও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাবে। যখন পুরো বিশ্বে সন্ত্রাসী হামলা চলছে, তখন এক গবেষণায় দেখা গেছে নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ আমেরিকার থেকেও এগিয়ে রয়েছে।
 
‘টিকফা’র (ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কো-অপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট) বৈঠকে আমরা বলেছি জিএসপি ফিরিয়ে দিতে। যতো আমেরিকার দেওয়া শর্ত আমরা পূরণ করেছি। এখন তারা জিএসপি দেবে কিনা-তা তারাই ভাববে। জিএসপি  না দেয়ায় আমাদের কোনো ক্ষতি হয়নি বরং আমেরিকার বাজারে আমাদের রফতানির প্রায় ১৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ’

এদিকে ২০১৮ সালের জুলাই মাসের পর অ্যাকর্ড ও অ্যালায়ান্সকে দেওয়া সময় সীমা বাংলাদেশ একদিনও বাড়াবে না বলে জান‍ান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমরা স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। আমাদের শাসন করা ক্ষমতা কারো নেই।

অ্যাকর্ড অ্যালায়েন্স বাংলাদেশের গার্মেন্টস পরিদর্শন করতে চেয়েছিল। আমরা সে সুযোগ দিয়েছি। কিন্তু নির্দিষ্ট সময়ের পর তাদের সুযোগ দেওযা হবে না। ২০১৮ সালের জুলাই মাসের পর খোদা হাফেজ অ্যাকর্ড ও অ্যালায়েন্স।

বাণিজ্যমন্ত্রী বলেন, চায়নার ব্যবসায়ীরা বাংলাদেশের পোশাক শিল্পে বিনিয়োগ করতে চায়। এই শিল্পের অপার সম্ভাবনার কথা বলেছে তারা।

এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইএবি) সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বলেন, বর্তমানে বাংলাদেশ পোশাক শিল্পে এগিয়ে যাচ্ছে। এ শিল্পে সব খাতের দেশীয় লোকবল নিয়োগ দেওয়া উচিত। তাই সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের মতো বিষয় পড়ানো উচিৎ।

বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫, আপডেট: ২১৩৬ ঘণ্টা
ইউএম/ওএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।