ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় মেঘনা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৫
বগুড়ায় মেঘনা ব্যাংকের নতুন শাখা উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের বড়গোলায় মেঘনা ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এটি ২২তম শাখা।


 
বুধবার (০৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম খান সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ব্যাংকের বগুড়া শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও ব্যাংকের পরিচালক ও সানজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এসএম জাহাঙ্গীর আলম মানিক, বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক বিষ্ণুপদ সাহা, মেঘনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া, দূর্বা গ্রুপের চেয়ারম্যান একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন, টিএমএসএস’র পরিচালক আমিনুল ইসলাম, বগুড়া পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ফরিদ, ব্যবসায়ী রাজু রহমান লিটন, পুটু মিয়া তালুকদার, মেঘনা ব্যাংক বগুড়ার ব্যবস্থাপক সালাউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
 
এসময় বগুড়ার বিশিষ্ঠ ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথিসহ ব্যাংকের অন্যরা বগুড়া শাখা ও সিরাজগঞ্জের হাটিকুমরুল শাখায় মেঘনা এনিটাইমের দু’টি এটিএম বুথ উদ্বোধন করেন।  
 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।