ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
জয়পুরহাট চিনিকলের আখ মাড়াই শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাট চিনিকলের ২০১৫-১৬ অর্থবছরের আখ মাড়াই শুরু হয়েছে।
 
শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ডোঙ্গায় আখ দিয়ে এ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।



এ উপলক্ষে মিল চত্বরে আয়োজিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, জয়পুরহাট জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।