ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

জেসিআই’র জাতীয় সম্মেলন সম্পন্ন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
জেসিআই’র জাতীয় সম্মেলন সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ ন্যাশনাল কনভেনশনে সাখাওয়াত হোসেন মামুন ২০১৬ সালের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের ব্র্যাক সিডিএমে শুক্রবার (১১ ডিসেম্বর) দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



জেসিআই’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্মেলনে আহমেদ আশফাকুর রহমান জাতীয় নির্বাহী সহসভাপতি, সুমন হাওলাদার ও রুমানা চৌধুরী সহসভাপতি নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নিয়াজ মোরশেদ এলিট জেনারেল লিগ্যাল কাউন্সেল, ইরফান ইসলাম কোষাধ্যক্ষ এবং সারাহ কামাল মহাসচিব নিযুক্ত হয়েছেন।

সম্মেলনে ২০১৬ সালের জেসিআই ওয়ার্ল্ড ভাইস প্রেসিডেন্ট মো. আমজাদ হোসাইন, ২০১৩ সালের জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেলসহ অন্যান্য সাবেক জাতীয় সভাপতিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সদস্য ও স্থানীয় সংগঠনগুলোকে অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হয়।

সম্মেলনে ২০১৫ সালের জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি এম নজরুল ইসলাম ধন্যবাদ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।