ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন বন্ধ ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়া: এসএমসি ব্রয়লারে ত্রুটি দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়।



আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী ওমর খৈয়াম বাংলানিউজকে জানান, স্থানীয় প্রকৌশলীরা ত্রুটি মেরামতে কাজ শুরু করেছেন।

কারখানার গুদামে ৩৭ হাজার মেট্রিকটন সার মজুদ রয়েছে জানিয়ে তিনি বলেন, পর্যাপ্ত সার মজুদ থাকায় ডিলারদের মধ্যে সার সরবরাহে কোনো বিঘ্ন সৃষ্টি হবে না।
কারখানাটিতে প্রতিদিন ১৫'শ টন ইউরিয়া সার উৎপাদন হয়।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।