ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাকাব পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
রাকাব পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) পরিচালনা পর্ষদের ৪৩৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলির সভাপতিত্বে প্রধান কার্যালয় ভবনের বোর্ড রুমে সভা অনুষ্ঠিত হয়।



এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনজুর আহমদ ও পরিচালনা পর্ষদের পরিচালক হেলালুদ্দীন আহমদ, ড. মদন মোহন দে, অবায়দুর রহমান প্রামাণিক, মোহাম্মদ ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ২০১৫ সালে ব্যাংকের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ব্যবসায়িক ও প্রশাসনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।