ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
সরকারি কর্মকর্তাদের নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবারই (১৫ ডিসেম্বর) রাতে অনলাইনে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়।



গেজেটে উল্লেখ করা হয়, যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন ৩৫ হাজার টাকার মধ্যে তারা ৫৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। আর যাদের মূল বেতন ৩৫ হাজার টাকার উপরে, তারা পাবেন ৫০ শতাংশ।

এছাড়াও নতুন বেতন কাঠামোতে শিক্ষা ভাতা দেওয়া হবে এক হাজার টাকা এবং চিকিৎসা ভাতা দেওয়া হবে দেড় হাজার টাকা।

এই কাঠামোতে সকল কর্মকর্তা-কর্মচারী অবসর ভাতা পাবেন মূল বেতনের ৯০ শতাংশ।

এর আগে বিকেলে অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের জানান, বিজয় দিবসের উপহার হিসেবে মঙ্গলবারই নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ করা হবে।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫ আপডেট সময়: ২২২৮ ঘণ্টা.
এসএমএ/এটি

**  নতুন বেতন স্কেলের গেজেট মঙ্গলবারই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।