ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ

চিফ অব ফটো করেসপন্ডেন্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ ছবি :কাশেম হারুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বসুন্ধরা এলপি গ্যাসের সামার ফাইটার অফার-২০১৫-এর শ্রেষ্ঠ পরিবেশকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টারস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ‍৫ পরিবশেকের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়।



পুরস্কার পাওয়ারা হলেন, ময়মনসিংহের এনএন ট্রেডার্সের মালিক খন্দকার শহীদুল হক, রাজশাহীর মেসার্স আতাউর রহমান খানের মালিক আতাউর রহমান খান, কুমিল্লার মডার্ন স্টিলে মালিক বদিউল আলম, ঢাকার মেসার্স হৃদয় এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ ও খুলনার মেসার্স তালুকদার ট্রেডার্সের মালিক জাহিদুর রহমান।

তাদের প্রত্যেকের হাতে পুরস্কার হিসেবে হিরো ‍সুপার স্প্লিন্ডার ১২৫সিসি মোটরসাইকেলের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বসুন্ধরা গ্রুপের চিফ ফাইন্যান্স ডেভেলপমেন্ট অফিসার তোফায়েল হোসেন, বসুন্ধরা এলপি গ্যাসের হেড অফ মার্কেটিং এম এম জসিম উদ্দিন, সেলস্ অ্যান্ড মার্কেটিংয়ের জিএম মীর তরিকুল ইসলাম ফারুক রিজভী, জিএম একাউন্টস অ্যান্ড ফাইন্যান্স মাহবুব আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।